২৩শে জানুয়ারীতে রাজপথে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ট্যাবলু বেরোবে ২৬ টি

NSVনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ প্রতিবছরের মত এবারও নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২১ জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন৷ প্রস্তুতি পর্ব এবং উদযাপন উপলক্ষ্যে শনিবার সাংবাদিক সম্মেলনে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার চক্রবর্তী জানান, ঐতিহ্য বজায় রেখে এবারও বিদ্যালয়ের তরফে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হবে৷ সে উপলক্ষ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ মোট ২৬টি ট্যাবলু রাজপথে বেরোবে৷ তাতে, বিদ্যানিকেতনের প্রায় ১৭০০ জন ছাত্রছাত্রী অংশ নিচেছন৷ ২৩ শে জানুয়ারি সকাল ৮টায় বিদ্যানিকেতনের মাঠে ছাত্রছাত্রীরা জমায়েত হবে৷ ৮টা ৪০ মিনিটে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন৷
এবছর ট্যাবলুর রুট কিছুটা পরিবর্তিত হয়েছে৷ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, বটতলায় উড়ালপুলের কাজ শুরু হওয়ায় এবছর সেদিকে ট্যাবলু যাবে না৷ তার বদলে পরবর্তীতে রুট অনুসরণ করেই ট্যাবলু আগরতলার পথ পরিক্রমা করবে৷ তিনি জানিয়েছেন, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে শুরু করে পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, ত্রিপুরা স্টেট মিউজিয়াম, জ্যাকশন গেইট, কামান চৌমুহনী, নেতাজী কর্ণার(মহারাজগঞ্জ বাজার), নেতাজী চৌমুহনী হয়ে বিদ্যানিকেতনে ফিরবে ট্যাবলু৷ এদিন তিনি জানিয়েছেন, এবছর ট্যাবলুতে ভগৎ সিংয়ের উপর বিশেষ থিম রয়েছে৷ এছাড়াও সার্জিক্যাল স্ট্রাইকও থাকবে ট্যাবলুতে৷ তিনি জানান, ১৯৫০ সাল থেকে প্রতিবছর নেতাজী জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে৷ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা ছাড়া এনজিও, বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবলুতে অংশগ্রহণ করে থাকে৷ এবছর অবশ্য এখন পর্যন্ত একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবলুতে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছে৷ নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে ৭৫ হাজার টাকা জেলা শাসকের তহবিল থেকে ১লক্ষ ১০ হাজার টাকা মিলেছে বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *