করিমগঞ্জে কৃষক সভার জমায়েতে আসামের যোগাযোগ ব্যবস্থার সমালোচনায় মুখর মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ জানুয়ারি৷৷ অসমে রেশন ব্যবস্থা থেকে আরম্ভ করে যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত খারাপ৷ এমনি

করিমগঞ্জে কৃষক সভার সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
করিমগঞ্জে কৃষক সভার সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

নেই ভাল পানীয় জল, নেই জল সঞ্চল, নেই বিদ্যুৎ, নেই সুকল৷ অসমের করিমগঞ্জ জেলাতে কৃষক সভার সমাবেশে যোগ দিয়ে এ কথা গুলি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

শনিবারে করিমগঞ্জের কলেজ মাঠে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন উপলক্ষ্যে এক সমাবেস অনুষ্ঠিত হয়৷ সভাতে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাছাড়া উক্ত সভাতে উপস্থিত থাকেন অসমের সিপিআইএম দলের রাজ্য কমিটির সভাপতি এবং সম্পাদক৷ প্রধান বক্তা হিসাবে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার তীব্র সমালোচনা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে৷ তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন যে, অসম রাজ্যের রেশন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে উঠেছে৷ এমনকি অসমে পানীয় জল, বিদ্যুৎ, চিকিৎসালয়, সুকল সবকিছুর অবস্থা অত্যন্ত খারাপ৷ কিন্তু ত্রিপুরার মত একটি ছোট রাজ্য বাম সরকার শাসনকালে অধিক উন্নত হয়ে উঠেছে এমনকি শিক্ষিতের হার ভারতবর্ষের বুকে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেছে ত্রিপুরা৷

সমাবেশের পর সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, যে ৮নং অসম ত্রিপুরা সংযোগী জাতীয় সড়ক, শুধু অসম রাজ্যের জন্য নয়, ত্রিপুরার জন্যও অধিক গুরুত্বপূর্ণ৷ জরাজীর্ণ বিপর্যস্থ ৮নং জাতীয় সড়কটির কাজ আরম্ভ হলেও অতি ধীর গতিতে কাজ চলার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তার সাথে অসম রাজ্যের জনগণকে জনমত বানিয়ে নিজের অধিকার নিয়ে আন্দোলন করার উপদেশ ও তুলে ধরেন৷ তিনি আরো বলেন যে, প্রধানমন্ত্রী যে পরিবর্তন করা নতুন মুদ্রা নিয়ে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে জিডিপি রেট, ট্রান্সপোটেশন সিস্টেম বিপর্যস্ত করে ফেলেছেন৷ এমনকি কয়েক লক্ষ মানুষের কাজও হারিয়েছেন৷ সমাবেশ শেষে সন্ধ্যার দিকে পুনরায় সড়ক পথে রাজ্যে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *