নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন| শনিবার দুপুর ১.০০ টার পর থেকে ৩টি টুইট করেন ‘লজ্জা’-র লেখিকা তসলিমা নাসরিন| ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে তসলিমা লেখেন, ‘ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না| খুব বেশি হলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ৱুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমাবর্ষণ করবেন| এতে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে|’
উল্লেখ্য, ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প| শপথ নেওয়ার দিনও কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প|
2017-01-21
