পুণে, ২১ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের পুণেতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে প্রাণ হারালেন ৪ জন যাত্রী| দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন যাত্রী| তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক| আহতদের প্রথমে নিকটবর্তী সিভিল হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের সোলাপুর জেলার আকলুজে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলার ইন্দাপুর তেহসিলে| মৃত যাত্রীদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি|
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) বালি বাঙ্গার জানিয়েছেন, লাক্সারি বাসে করে মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন যাত্রীরা| ভোর তখন ৫.৩০ হবে, ইন্দাপুর তেহসিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধাবাতে ঢুকে যায় যাত্রীবোঝাই বাসটি| এরপরই বাসটি উল্টে যায়| তড়িঘড়ি আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| বাকিরা হাসপাতালে চিকিত্সাধীন|
2017-01-21