প্রকাশ্যে চুরি, হাতেনাতে ধৃত চোর গোলাঘাটিতে

thief-copyনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জানুয়ারি৷৷ প্রকাশ্য দিবালোকে বিশালগড়ের গোলাঘাটি বাজারে এক স্টেশনারী দোকানে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দাগি চোর৷ ধৃত চোরের নাম জেনি দেববর্মা৷ বাড়ি টাকারজলা থানা এলাকার লম্প্রা চৌমুহনীতে৷ বাবার নাম বীরচন্দ্র দেববর্মা৷  গোলাঘাটি বাজারস্থিত এক স্টেশনারি দোকানে একটি দামী  ঘড়ি চুরি করতে এসে ধরা পড়ে যায়৷ কিন্তু চোরের সহযোগী আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ তাদের নাম জগ দেববর্মা, অপরজন জসোয়া দেববর্মা৷ এদিন তারা তিনজনে গোলাঘাটি বাজারে এসেছিল নেশার ট্যাবলেট ও কোরেক্স কিনতে৷ তিনজনের মধ্যে এমনভাবে  দোকানে প্রবেশ করেছিল মালিক বুঝতেই পারেনি তারা একই সহপাঠী৷ তবে একজন ঘড়ি কেনার ভান দেখায় অপর দুজন অন্য জিনিস কিনতে ব্যস্ত থাকায় মালিক ঘড়ির বাক্স খুলে অন্য জিনিস দেখাতে যায় সে সুযোগে জেনি দামি দুটি ঘড়ি পকেটে ঢুকিয়ে নেয়৷ মালিক কিছুক্ষণ পরে বুঝতে পারল দুটি ঘড়ির বাক্স ফাঁকা৷  তারা চলে গেছে৷  তখনই দোকান মালিক বাইক নিয়ে পিছু ধরে জেনিকে আটকায়৷ ঘটনায় গোটা গোলাঘাটি বাজারে চাঞ্চল্য বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *