নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): গোটা দেশজুড়ে নোট সঙ্কটের সমাধান হবে খুব শিগগিরই| শুক্রবার এ কথা জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর উর্জিত প্যাটেল| একই সঙ্গে আরবিআই গভর্নর কার্যত মেনে নিয়েছেন, গ্রামাঞ্চলে বেশ কিছুটা সমস্যা রয়েছে| তাই গ্রামের মানুষদের দিকে নজর রেখে কিছু পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)|
গত বছরের ৮ নভেম্বর মধ্যরাত থেকে বাতিল করে দেওযা হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট| তারপর থেকে কেটে গিয়ে আড়াই মাসেরও বেশি সময়| এই পরিস্থিতিতে শুক্রবার আরবিআই গভর্নর জানিয়েছেন, সমস্যার দ্রুত সমাধান বের করা হচ্ছে| পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে সাধারণ মানুষের ওপর নোট বাতিলের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলেছেন আরবিআই গভর্নর|
2017-01-20