ভালসাদ (গুজরাট), ২০ জানুয়ারি (হি.স.): সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল গুজরাটের ভালসাদ জেলায়| শুক্রবার সকালে ভালসাদ জেলায় ৮ নম্বর জাতীয় সড়কের ওপর মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট গাড়ি ও টেম্পোর| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন| মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি| দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| কি কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ| এদিকে, দুর্ঘটনার জেরে ৮ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়|
2017-01-20