কাশ্মীর ইসু্যতে রাষ্ট্রসংঘে সুবিধাজনক জায়গা করতে পারলেন না পাক প্রধানমন্ত্রী শরিফ

pak prime minister sharifইসলামাবাদ, ২০ জানুয়ারি (হি.স.) : কাশ্মীর ইসু্যতে রাষ্ট্রসংঘে সুবিধা করতে পারলেন না পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| রাষ্ট্রসংঘের নতুন মহাসচিব জেনারেল অ্যান্টোনিও গুটেরেসের সঙ্গে দেখা করে পাক প্রধানমন্ত্রী শরিফ প্রথমেই কাশ্মীর ইসু্যকে তুলে ধরলেন| কিন্তু এই ইসু্যতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের বিষয়ে কোনওরকম ইতিবাচক সাড়া পেলেন না তিনি|
দাভোসের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মাঝেই গুটেরেসের সঙ্গে দেখা করেন শরিফ| এই বৈঠকে তিনি বলেন, কাশ্মীর ইসু্যতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ প্রয়োজন আছে| তবে পাক প্রধানমন্ত্রীর দাবি, ভারতের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি| জানা গিয়েছে, গুটেরেসের সঙ্গে বৈঠক চলাকালীন সিন্ধু জলচুক্তির ইসু্যটিরও উত্থাপন করেন তিনি| তবে এক্ষেত্রেও তিনি কোনও ভরসাযোগ্য উত্তর পাননি| তা সত্বেও রাষ্ট্রসংঘের নয়া মহাসচিব গুটেরেসের প্রশংসা করেন শরিফ| তাঁর মতে, রাষ্ট্রসংঘকে আগামীদিনে এগিয়ে নিয়ে যেতে তিনি আদর্শ ব্যক্তি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *