কলম্বো, ২০ জানুয়ারি (হি.স.) : আগামী ২০১৯ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কা দলের অধিনায়ক থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস| এভাবেই অ্যাঞ্জেলোর পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান তথা দেশের প্রাক্তন অধিনায়ক সনাত্ জয়সুর্য| এক ঘোষণায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) প্রেসিডেন্ট থিলান্ডা সুমাথিপালা একথা জানিয়েছেন| সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশে সমালোচনার মুখে পড়েন ২৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার| তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠে| টেস্টের হতাশা ভুলে সীমিত ওভারের সিরিজে (তিনটি টি-২০ ও পাঁচটি ওয়ানডে) ঘুরে দাঁড়াতে চোখ রাখছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা| শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুদল|
2017-01-20