নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ এটিএম থেকে দশ হাজার টাকা দৈনিক তোলার যে সুবিধা দেওয়া হয়েছে তা গ্রাহকরা পাচ্ছেন না৷ মঙ্গলবার ও বুধবার রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্যান্য স্থানে বহু এটিএম থেকে গ্রাহকরা দশ হাজার টাকা তুলতে পারেননি৷ কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে ৫০০ টাকার নোটের সঙ্কটের দরুন গ্রাহকদের দশ হাজার টাকার কম টাকা তুলতে পারছেন না শুধু ২০০০ টাকা ছাড়া৷
মঙ্গলবার ও বুধবার শহরের সিংহভাগ এটিএম কাউন্টারে গ্রাহকদের লাইন লক্ষ্য করা গিয়েছে৷ অনেকেই প্রয়োজন মতো টাকা তুলতে পারেননি৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কের সাথে গ্রাহকরা যোগাযোগ করলে কর্তৃপক্ষ তেমন কোন সদুত্তর দিতে পারেননি৷ শহরের কয়েকটি ব্যাঙ্কের শাখা প্রবন্ধকদের সাথে যোগাযোগ করা হলে জানা গিয়েছে ৫০০ টাকার নোট পর্যাপ্ত পরিমাণে না থাকায় এই সমস্যা হচ্ছে৷ তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও স্পষ্ট করে জানাতে পারেনি ব্যাঙ্ক কর্মকর্তারা৷ অবিলম্বে এই বিষয়ে ব্যাঙ্কগুলি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সমস্ত অংশের গ্রাহকরা দাবী জানিয়েছেন৷ পাশাপাসি নতুন নির্দেশিকা মোতাবেক যাতে প্রতিটি এটিএম থেকে দৈনিক দশ হাজার টাকা তোলা যায় তা নিশ্চিত করারও দাবী উঠেছে৷
2017-01-19