রোজভ্যালি কান্ডে ত্রিপুরায় আসতে পারে সিবিআই, ইঙ্গিত দেওধরের

CBIআগরতলা, ১৮ জানুয়ারী (হিঃসঃ) ৷৷ রোজভ্যালি চিটফান্ডের তদন্তে ত্রিপুরায়াও আসতে পারে সিবিআই৷ এমনটাই সংকেত দিয়েছেন ভারতীয় জনতা পার্টির এক শীর্ষ স্থানীয় নেতা৷ যদিও পার্টি নেতার দাবি, কেন্দ্রীয় সরকারের নয় দশের সর্বোচ্চ আদালতের নির্দেশেই নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে৷
ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক তথা পার্টির ত্রিপুরা রাজ্য প্রভারী সুনীল দেওধর এক একান্ত সাক্ষাকারে জানিয়েছেন, চিট ফান্ড ইস্যুতে যরাই জনগণের অর্থ আত্মসাত করেছেন তারা রেহাই পাবেননা৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷ তিনি বলেন, সিবিআই রোজভ্যালির খাতা খুলেছে৷ আর খাতায় যার যেমন নাম আর লেনদেনের তথ্য পাবে তাদের জিজ্ঞাসাবাদ করবেই৷ আর অসংলগ্ণতা পেলে গ্রেপ্তার হওয়াটা খুব স্বাভাবিকা৷ তিনি আরও বলেন, ত্রিপুরার সিপিএমের এবং পশ্চিবঙ্গের তৃণমূল নেতাদের অনেকেই রোজভ্যালি সহ বিভিন্ন চিটফান্ড সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত৷ ত্রিপুরা ও পশ্চিবঙ্গের রাজনীতিবিদদের যারা রোজভ্যালি কেলেঙ্কারিতে জড়িত তারা পার পাবেন না৷ সিবিআই এখন অন্য রাজ্যে তদন্ত করছে৷ আর খাতায় যেহেতু নাম উঠেছে তাদের না ধরলে তদন্ত শেষ হবার নয়৷ ফলে তাদের ত্রিপুরায় আসতেই হবে বলে তিনি উল্লেখ করেন৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দোষারোপ করা অর্থহীন৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিবিআইকে চাপ দেবার কথা বলে দোষীরা মুখ লুকানোর চেষ্টা করছে৷ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে সিবিআই তদন্তে নেমেছে৷ ত্রিপুরার বামফ্রন্ট সরকার চাইলে আরও আগেই অনেক কিছু হয়ে যেত৷ কিন্তু নিজেদের লোক যুক্ত থাকায় ত্রিপুরা সরকারের সদিচ্ছা ছিলনা বলে সুনীল দেওধর উল্লেখ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *