১৪ বছর পর ফেরার গ্রেফতার আসামী

handcuffআগরতলা,১৯জানুয়ারী,(হি:স): কল্যাণপুর থানা এলাকার উত্তর মহারানী এডিসি ভিলেইজের বাহাদুর চৌধুরী পাড়া থেকে সুরেন্দ্র দেববর্মা (৫০) নামে এক ব্যক্তিকে বুধবার রাতে গ্রেফতার করে কল্যাণপুর থানার পুলিশ। ওসি রাখাল মিত্রর নেতৃত্বে ১৪বছর পর ফেরার আসামীকে গ্রেফতার  করে থাকে। জানা গেছে ১৪বছর আগে ১৪৮/ ১৪৯/ ৩০৭ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। কিন্তু তারপর থেকে সুরেন্দ্র দেববর্মা নিখোঁজ হয়ে যায়। দীর্ঘদিন পর তাঁর নিজের বাড়ীতে ফিরে আসলে গোপন খবরের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে থাকে কল্যাণপুর থানার পুলিশ এবং খোয়াই আদালতে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *