গাড়ির টায়ার বাঁচাতে পাঁচ বছর ধরে রাস্তা থেকে পেরেক কুড়োন ইঞ্জিনিয়ার

tayarবেঙ্গালুরু, ১৯ জানুয়ারি (হি. স.) : প্রশাসনের দ্বারস্থ হয়েছেন | তবে সাড়া পাননি| ফেসৱুকে পেজ খুলে শুরু করেছেন প্রচার| তৱু বন্ধ হয় নিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর অপকর্ম| অবশেষ নিজেই নেমেছেন পথে | তবে একদিন দুদিন নয় দীর্ঘ পাঁচ বছর | প্রতিদিন পথে নেমে পেরেক কুড়োন কর্নাটকের ইঞ্জিনিয়রা বেনেডিক্ট জেবাকুমার |
বছর ৪৪-এর জেবাকুমার জানান, ৫ বছর আগের ঘটনা রাস্তায় গাড়ি নিয়ে বার হলেই তাঁর টায়ার পাংচার হয়ে যেত| প্রতিদিনের ঘটনায় তিতিবিরক্ত জেবাকুমার তখনই শুরু করেন পেরেক কুড়নোর কাজ| অল্পদিনের মধ্যে আবিষ্কার করেন টায়ার ফুটো হওয়ার আসল কারণ| আশপাশের টায়ারের দোকানগুলো রাস্তায় পেরেক ফেলে রাখত, যাতে ফেটে যায় গাড়ি বা বাইকের টায়ার, সহায়তার জন্য তাদের কাছে আসতে বাধ্য হন পথচারী|
এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন | তবে কাজ হয়নি এতটুকু| তাই তিনিই চালিয়ে যাচ্ছেন পেরেক কুড়নোর কাজ| সেই সঙ্গে ফেসৱুকে এ ব্যাপারে একটি পেজও চালু করেছেন, মাই রোড, মাই রেসপনসিবিলিটি| সেই সঙ্গে যতক্ষণ না অফিসে যান বাড়ির সামনে ব্যস্ত সেই রাস্তা থেকে পেরেক কুড়োন তিনি| বাড়ি ফিরে এলেও শুরু হয় পেরেক সংগ্রহ| ছুটির দিনটাও কাটে একইভাবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *