এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল লিভারপুল

liverpoollলন্ডন, ১৯ জানুয়ারি (হি.স.) : সাত বছরের মধ্যে প্রথম গোল পেলেন লুকাস লেইভা| ব্রাজিলের এই মিডফিল্ডারের একমাত্র গোলে চতুর্থ সারির দল প্লিমাউথ আর্গাইলকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল ইপিএলের দল লিভারপুল|
অ্যানফিল্ডে দুটি দলের তৃতীয় রাউন্ডের আগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল| ওই ম্যাচে নিয়মিত একাদশের দশ খেলোয়াড় বদলে নিজেদের ইতিহাসে সবচেয়ে তরুণ দল নামিয়েছিল লিভারপুল| জুর্গেন ক্লপের দলকে রুখে দিয়েছিল আর্গাইল|
এবার ফিরতি ম্যাচে লিভারপুলকে গোলটি ১৮ মিনিটে এনে দিলেন লেইভা| স্বদেশি ফিলিপ কুটিনহোর ঠিকানা লেখা কর্নার থেকে দুরন্ত হেডে বল লক্ষ্যে পৌঁছে দেন ব্রাজিলের এই মিডফিল্ডার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *