মুজাফফরনগর, ১৮ জানুয়ারি (হি.স.): আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ৭ দফায় বিধানসভা ভোট উত্তরপ্রদেশে| খুব বেশি দিন বাকি নেই, তার আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হল মুজাফফরনগরের বিজেপি বিধায়ককে| ধৃত বিজেপি বিধায়কের নাম হল কপিল দেব আগরওয়াল| বুধবার পদস্থ পুলিশ আধিকারিক তেজবীর সিং বলেছেন, মঙ্গলবার একটি মামলা রুজু হয় বিজেপি বিধায়ক কপিল দেব আগরওয়ালের বিরুদ্ধে| অভিযোগের ভিত্তিতে তঁাকে গ্রেফতার করা হয়|
এদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সমাজবাদী পার্টির নেতা গৌরব জৈনকেও| উল্লেখ্য, ২০১২ সালের মতো এবারও উত্তরপ্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ হবে| রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ ফেব্রুয়ারি| পরের ছয় দফা যথাক্রমে ১৫, ১৯, ২৩, ২৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ এবং ৮ মার্চ হবে|