গুরুতর অসুস্থ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ, ভর্তি হাসপাতালে

Bushওয়াশিংটন, ১৮ জানুয়ারি (হি.স.): গুরুতর অসুস্থ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ| বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে তঁাকে হাউস্টন হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অফিস চিফ জঁা বেকার জানিয়েছেন, `৯২ বছর বয়সি জর্জ এইচ ডাব্লিউ বুশ আপাতত স্থিতিশীল রয়েছেন| দিন দুয়েকের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে|’

জর্জ হারবার্ট ওয়াকার বুশ হলেন আমেরিকার ৪১ তম রাষ্ট্রপতি| তিনি হলেন প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডাব্লিউ বুশ এবং ফ্লোরিডার প্রাক্তন গভর্নর জেব বুশের পিতা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *