কর্ণাটক (হুবলি), ১৮ জানুয়ারি (হি.স.): ফের বেলাইন হল ভারতীয় রেল| বুধবার কর্ণাটকের হুবলি স্টেশনের কাছে লাইনচু্যত হয়ে যায় মালগাড়ির ৫টি বগি| যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, মালগাড়ির ৫টি বগি লাইনচু্যত হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয় ওই শাখায় রেল পরিষেবা| কি কারণে মালগাড়িটি লাইনচু্যত হল, তা এখনও জানা যায়নি| দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে|
2017-01-18