সুইস তারকাকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেন দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সেরেনা

Serena Williamsমেলবোর্ন, ১৭ জানুয়ারি (হি.স.) : সুইজ়ারল্যান্ডের টেনিস তারকা বেলিন্ডা বেনকিককে উড়িয়ে অস্ট্রেলিয়া ওপেন দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সেরেনা উইলিয়ামস| চলতি টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বেলিন্ডা বেনকিককে স্ট্রেট সেটে উড়িয়ে দেন| ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪| একঘণ্টা ১৯ মিনিট ধরে যুদ্ধ চলার পর শেষ হাসি হাসেন সেরেনা| দ্বিতীয় রাউন্ডে সেরেনাকে লুসি সাফারোভার মুখোমুখি হতে হবে|
বর্তমানে বিশ্ব টেনিস ক্রমতালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন সেরেনা| আপাতত তিনি ২৩তম গ্র‌্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে এগোচ্ছেন | তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখন তাঁর হারানোর আর কিছু নেই | প্রতিটা ম্যাচই আমি নিজের আনন্দের জন্য খেলি| আমি গোটা বিশ্ব ঘুরে বেড়াই| আর সবথেকে ভালো যে কাজটা করতে পারি, তা হল টেনিস খেলা| আপাতত সেটাই আমি করছি|