রাজস্থানে মারুতি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩

accidentজয়পুর, ১৭ জানুয়ারি (হি.স.): রাজস্থানের দৌসা জেলায় মারুতি ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিন জন| ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন| মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দুঙ্গারপুর গ্রামের কাছে| দুর্ঘটনায় মৃতদের নাম হল উমরাও গুরজার (৫০), রাম প্রতাপ (৫৮) এবং রাই সিং (২৮)| নিহতরা প্রত্যেকেই জালোরের বাসিন্দা| এসএইচও রাজপাল সিং বলেছেন, আহত তিন জনের মধ্যে এক জনকে সঙ্কটজনক অবস্থায় জয়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| অন্য দুই জন দৌসার হাসপাতালে চিকিত্সাধীন|
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে দুঙ্গারপুর গ্রামের কাছে সব্জি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মারুতি ভ্যানের| রক্তাক্ত অবস্থায় ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে, প্রাণ হারান তিন জন| বাকি তিন জন হাসপাতালে চিকিত্সাধীন|