জার্মানির বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন মিডফিল্ডার ওজিল

foottball বার্লিন, ১৬ জানুয়ারি (হি.স.) : পঞ্চমবারের মতো জার্মানির বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন মিডফিল্ডার মেসুত ওজিল| গত এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে সমর্থকদের ভোটের মাধ্যমে আর্সেনালের এই তারকা খেতাব জয় করেন| প্রায় ৩ লাখ ১৬ হাজার ৮৫০ ভোট পেয়ে এমন সম্মানে ভূষিত হন ওজিল| যেখানে ৫৪.৫ শতাশং ভোটই তার দখলে যায়| আর ৩৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার টনি ক্রুস| আর মাত্র চার শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডিফেন্ডার জোনাস হেক্টর| ওজিল এ নিয়ে টানা ছয়বারের মধ্যে পাঁচবারই জার্মান বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন|