রোম, ১৬ জানুয়ারি (হি.স.) : ইতালিয়ান লিগে ফিওরেন্তিনার মাঠে ২-১ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস| রোমার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে ১-এ নেমে এসেছে| অবশ্য একটি ম্যাচ কম খেলেছে জুভেন্টাস| প্রথমার্ধের ৩৭ মিনিটে ব্যবধান এনে দেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড নিকোলা কালিনিক| এক গোলে পিছিয়ে থেকে বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন মিলান বাডেলজ| এর চার মিনিট বাদেই জুভেন্টাসকে ম্যাচে ফেরান আর্জেন্টিনার তারকা গঞ্জালো হিগুয়েইন| কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যদের| রেফারি শেষ বাঁশি বাজানোর পর হতাশা সঙ্গী করে মাঠ ছাড়েন দিবালা-হিগুয়েইনরা|
2017-01-16

