নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ সিধাইয়ের নরেন্দ্র পুর চা বাগানে গতকাল রাতে অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ অগ্ণিকান্ডে চা বাগানের কারখানার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ নরেন্দ্র পুর চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছেন,এটি একটি নাশকতামূলক ঘটনা৷ কে বা কারা এই ঘটনায় জড়িত সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোন তথ্য জানাতে পারেননি তিনি৷ সিধাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এখনো পর্যন্ত এব্যাপারে কাউকে আটক করা যায়নি৷ চা বাগান কারখানায় অগ্ণিকান্ডের ঘটনায় চা শ্রমিক সহ এলাকাবাসীদের মধ্যে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
2017-01-14