মুজাফফরনগর, ১৩ জানুয়ারি (হি.স.): আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ৭ দফায় বিধানসভা ভোট উত্তরপ্রদেশে| এখনও প্রায় এক মাস বাকি| তার আগে উত্তরপ্রদেশের শামলি জেলার খুরগান এবং দাভেদি গ্রাম থেকে বাজেয়াপ্ত করা হল ৪৫৩টি পিস্তল| পুলিশ অফিসার অজয় পাল শর্মা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার তিনটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪৫৩টি পিস্তল|’ যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ|
উল্লেখ্য, ২০১২ সালের মতো এবারও উত্তরপ্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ হবে| রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ ফেব্রুয়ারি| পরের ছয় দফা যথাক্রমে ১৫, ১৯, ২৩, ২৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ এবং ৮ মার্চ হবে|
2017-01-13