নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ জানুয়ারি ঃ ২০০৯ সালে স্ত্রীকে হত্যা করেছিল এক টিএসআর জওয়ান৷ খুনের দায়ে গ্রেফতারও হয়েছিল৷ কিন্তু জামিনে মুক্ত হয়েই ফেরার হয় স্ত্রী হত্যাকারী পাষন্ড স্বামী৷ কিন্তু দীর্ঘ দিন ধরে পতালক থাকার পর স্ত্রী হত্যার অপরাধে অভিযুক্ত টিএসআর জওয়ান কৃষ্ণ কান্ত শুল্ক দাসকে অবশেষে সোমবার গভীর রাতে খোয়াইয়ের মহাদেবটিলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায়, কৃষ্ণ কান্ত শুক্লদাস (৩৯) নামে এক টিএসআর জওয়ান ২০০৯ সালে জিরানীয়ার ১০ম ব্যাটেলিয়ান টিএসআর সদর কার্যালয়ে কর্মরত অবস্থায় তার স্ত্রীকে হত্যা করেছিল৷ তারপর পুলিশ কৃষ্ণ কান্ত শুক্স দাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়৷ কিন্তু দিন জেল হাজতের পর জামিনে ছাড়া পায় অভিযুক্ত টিএসআর জওয়ান৷ জামিনে ছাড়া পাবার পরই সে গা ঢাকা দেয়৷ বিচারাধীন অবস্থায় আর আদালতে আসেনি৷ আদালত অভিযুক্ত টিএসআর জওয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দেয় পুলিশকে৷ কিন্তু পুলিশ উক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছিল না৷ শেষ পর্যন্ত গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে খোয়াই থানার এসআই মিজানুর রহমান খোয়াইয়ের মহাদেবটিলা থেকে কৃষ্ণ কান্ত শুক্লদাসের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করে স্ত্রী হত্যায় অভিযুক্ত টিএসআর জওয়ানকে৷ মঙ্গলবার অভিযুক্তকে পাঠিয়ে দেয়া হয়েছে জিরানীয়া থানায়৷ সেখান থেকে পাঠানো হয়েছে আগরতলার আদালতে৷ অভিযুক্ত টিএসআর এর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২/৩০৯ ধারায় মামলা চলছিল আদালতে৷
2017-01-12