নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ মন্দির নগরীর বাসিন্দাদের জন্য অবশেষে এল সুখবর৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে

জানিয়েছে, উদয়পুর-আগরতলার মধ্যে দুই জোড়া রেল প্রতিদিন চলবে৷ আগামী ২০ জানুয়ারি থেকে নতুন এই পরিষেবা শুরু হবে৷ তবে, সপ্তাহে ছয়দিন চলবে উদয়পুর থেকে আগরতলা পর্যন্ত দুইজোড়া ট্রেন৷ রবিবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন উদয়পুর থেকে আগরতলা এবং আগরতলা থেকে উদয়পুর রেলে সফর করা যাবে৷
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফে জানা গেছে, ২০ জানুয়ারি আগরতলা-উদয়পুর ট্রায়াল স্পেশাল ট্রেনের উদ্বোধন হলেও নিয়মিত পরিষেবা ২১ জানুয়ারি থেকে শুরু হবে৷ তবে, উদয়পুর থেকে আগরতলা ট্রায়াল স্পেশাল ট্রেন ২০ জানুয়ারি থেকেই শুরু হবে৷ জানা গেছে, এই ট্রেনে একটি এসেলার জিএসফোর, চারটি কামরা রয়েছে৷ এদিকে, আগরতলা থেকে উদয়পুরের মধ্যে মোট তিনটি স্টেশনে এই ট্রেন থামবে৷ সেগুলি হল সেকেরকোট, বিশালগড় এবং বিশ্রামগঞ্জ৷ আরো জানা গেছে, ০৫৬৮২ নম্বরের আগরতলা-উদয়পুর ট্রেন আগরতলা থেকে সকাল সাড়ে ছয়টায় ছাড়বে৷ উদয়পুর গিয়ে পৌঁছাবে সকাল ৭টা ৪০ মিনিটে৷ অন্যদিকে, উদয়পুর থেকে আগরতলার জন্য প্রথম ট্রেনটি সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে৷ আগরতলায় এসে পৌঁছাবে সকাল ৯টা ২০ মিনিটে৷ দিনের দ্বিতীয় ট্রেনটি বিকেল পৌনে ছয়টা নাগাদ আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে৷ উদয়পুর পৌঁছাবে সন্ধ্যা ৭টা নাগাদ৷ অনুরূপভাবে উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে দিনের দ্বিতীয় ট্রেনটি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উদয়পুর থেকে ছাড়বে এবং রাত পৌনে নয়টা নাগাদ আগরতলায় এসে পৌঁছাবে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এই রুটে ট্রেন শুরু করা হচ্ছে৷ যাত্রীদের চাহিদার উপর নির্ভর করে আগামীদিনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷
আগরতলা রেল স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার সকালে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার এজিএম রাজ্যে এসে উদয়পুর পর্যন্ত রেল চালু করার বিষয়ে সমস্ত খঁুটিনাটি দিক খতিয়ে দেখেছেন৷