নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ জানুয়ারি৷৷ আসাম-ত্রিপুরা সংযোগী চুড়াইবাড়ী- লোয়ার পোয়ায় বিধবস্ত জাতীয় সড়ক

সংস্কারের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়৷ কারে অগ্রগতি নিয়ে নির্মাণকারী সংস্থার পদাধিকারীদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল৷ রাস্তার সত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকী কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে তিনি মনে করেন৷
আজ সকাল সাড়ে দশটায় অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি লোয়ারপোয়া থেকে অসম চুড়াইবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার জরাজীর্ণ পথ পরিদর্শন করেন রাজ্যপাল তথাগত রায়৷ জরাজীর্ণ পথটি পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন অসমের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার মলয় দেব সহ অন্যান্যরা৷ রাজ্যপাল তথাগত রায় পথ পরিদর্শনে এসে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি থেকে নামেননি৷ সাংবাদিকদের তৎপরতায় রাজ্যপাল গাড়ি দাঁর করিয়ে সাংবাদিকদের প্রশ্ণবানে জর্জরিত হয়ে বলেন উনি গত ৮ মাস পূর্বে এই ১০ কিলোমিটার পথ পরিদর্শনে এসেছিলেন এবং তারপর ভূতল মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে কথা বলে এই পথটি মেরামতির জন্য কথা বলেছিলেন৷ যাতে খুব দ্রুত ঐ ১০ কিমি পথ নির্মাণ করা হয়৷ বিগত কয়েক বৎসর থেকে ঐ ১০ কিলোমিটার পথ যান চলাচলে অযোগ্য থাকাতে ত্রিপুরার সাথে গোটা পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বহুবার৷ এমনকি ত্রিপুরা রাজ্যে খাদ্য সংকটেও পড়েছিল৷ তাই আগামী বর্ষা মরশুমে ঐ ১০ কিমি পথের কারণে রাজ্যের যোগাযোগ বিছিন্ন না হয় এবং খাদ্য সংকট না দেখা দেয় সে কারণে আজকে ৮নং জাতীয় সড়ক পরিদর্শনে আসেন রাজ্যপাল বলে সাংবাদিকদের জানান রাজ্যপাল তথাগত রায়৷ তারপর রাজ্যপাল শিলচরের উদ্দেশ্যে রওনা দেন৷ এদিকে, স্থানীয় জনগণের অভিযোগ ঐ রাস্তাটি পিচ করার এক সপ্তাহ কাটতে না কাটতে রাস্তার উপরের অনেক অংশের পিচ উঠে গেলেও রাজ্যপাল তা মানতে নারাজ৷