নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ সার ক্রয়ে রাজ্য সরকারের টেন্ডার প্রক্রিয়ায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট৷ বুধবার হাইকোর্টের মাননীয় বিচারপতি সুভাশিষ তলাপাত্রের সিঙ্গেল বেঞ্চ এই আদেশ জারি করেছে৷ হাইকোর্ট বলেছে পরবর্তী শুনানী পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে৷ ছয় হাজার সাতশ মেট্রিক টন সার ক্রয় করার জন্য রাজ্য সরকার টেন্ডার ডাকে৷ ২০১৬ সালের ২২ ডিসেম্বর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়৷ আজ বিকাল চারটায় টেন্ডার খোলার সময় নির্দ্ধারিত ছিল৷ কিন্তু, তার আগেই হাইকোর্ট এই টেন্ডার প্রক্রিয়ায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে৷
মূলতঃ বড়দোয়ালী এলাকার সার সরবরাহকারী রাধেশ্যাম কর্মকার উচ্চ আদালতে এই টেন্ডার প্রক্রিয়ার বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিলেন৷ এই বিষয়ে আবেদনকারীর পক্ষের আইনজীবী অমিতাভ রায়বর্মন এদিন জানান সিটি কম্পোস্ট এবং ভার্মিন কম্পোস্ট এই দুউ প্রকার সার সরবরাহের টেন্ডার ডাকা হয়েছিল৷ কিন্তু, ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার, ১৯৮৫ মূলে রাজ্যের সমস্ত সার সরবরাহকারীরা নির্দেশিকা উলঙ্ঘন করে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন৷ নির্দেশিকা মোতাবেক রাজ্যের কোন সার সরবরাহকারী এই টেন্ডার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার ক্ষেত্রে যোগ্য নন৷ আইনজীবী শ্রীরায়বর্মন আরও জানিয়েছেন বিচারপতি সুভাশিষ তলাপাত্র তাঁর মক্কেলের পিটিশন গ্রহণ করেছেন এবং পরবর্তী আদেশ দেওয়া পর্যন্ত এই টেন্ডার প্রক্রিয়ায় অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন৷ আইনজীবী শ্রীরায়বর্মনের মতে জৈব সার ক্রয় করার ক্ষেত্রে এই টেন্ডার প্রক্রিয়ায় বিরাট দুর্নীতি লুকিয়ে রয়েছে৷ সময়মতো সমস্ত তথ্য তিনি আদালতে জমা দেবেন৷
2017-01-12