শুরু হল উড়ালপুলের স্লেব নির্মাণ

construction-workনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ উড়ালপুলের স্লেব নির্মাণ বুধবার রাত থেকে শুরু হয়েছে৷ ডেস্ক স্লেব উড়ালপুলের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ এদিন রাত এগারটা থেকে এই নির্মাণ কাজ শুরু হয়েছে বলে পূর্ত দপ্তরের রাস্তা এবং বিল্ডিং শাখার মুখ্যবাস্তুকার সুমেশ দাস একথা জানিয়েছেন৷ তিনি আরো জানান, চলতি বছরের নভেম্বরের মধ্যেই উড়ালপুলের নির্মাণ কাজ সমাপ্ত হয়ে যাবে৷ পাশাপাশি তিনি আরো জানান, রাধানগরের ব্রিজটিও ২০১৮ সালের এপ্রিল নাগাদ নির্মাণ কাজ সমাপ্ত হয়ে যাবে৷
এদিন তিনি জানান, বড়দোয়ালিতে মৌচাক ক্লাবের সন্নিকটে উড়ালপুলের অংশটির ডেস্ক স্লেবের নির্মাণ কাজ এদিন শুরু হয়েছে৷ নির্মাণ সংস্থা এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা এর তদারকি করছেন৷ তিনি নিজেও উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন৷ এদিকে, উড়ালপুল এবং রাধানগরের ব্রিজ নির্মাণে মোট ২৫৯ কোটি টাকা ব্যয় হবে বলে শ্রীদাস জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *