নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ আন্দোলনে উত্তাল হয়ে উঠল ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি৷ গত কুড়ি ডিসেম্বর প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু, এখনও পর্যন্ত সেই পরীক্ষা নেওয়া হয়নি৷ পরীক্ষার প্রশ্ণপত্র তৈরী করাকে কেন্দ্র করে বিবাদের জেরেই টিআইটিতে পরীক্ষা নেওয়া হচ্ছে না৷ তাতে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা৷ এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের কাছে বারবার দাবী জানিয়েও ইতিবাচক কোন সাড়া পাচ্ছিল না ছাত্রছাত্রীরা৷ তাতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে৷ এরই প্রতিবাদে বুধবার টিআইটির সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে ছাত্রছাত্রীরা৷ এমনকি, টিআইটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷ দিনভর চলতে থাকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়ে কোন হস্তক্ষেপ করছে না৷ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অবিলম্বে টিআইটির সবকটি সেমিস্টারের পরীক্ষা গ্রহণের উদ্যোগ গ্রহণ না করা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হঁুশিয়ারী দিয়েছে৷ পরে বিকাল সাড়ে চারটা নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে৷ তারপরই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষা না নেওয়ায় ভবিষ্যৎ দুঃশ্চিন্তায় রয়েছে৷ তার মধ্যে অনেক ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য বহিঃরাজ্যে যেতে পারছেন না৷
এদিকে, পরীক্ষা না নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ছাত্রছাত্রীরা পরীক্ষার দাবীতে তাদের অভিভাবকদের নিয়ে এদিন টিআইটির অধ্যক্ষ অরূপ কমুর দাস চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে গলে অবভ্য আচরণ করা হয়৷ ছাত্রছাত্রীরা অবিলম্বে ফেব্রুয়ারী থেকে পরীক্ষা শুরুর আবেদন জানালেও অধ্যক্ষ কোন ইতিবাচক সাড়া দেননি৷ অবিলেম্ব পরীক্ষা গ্রহণের দাবী জানানোয় অধ্যক্ষ পুলিশ ডেকে আনে৷ বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে পরীক্ষা গ্রহণের দাবী জানিয়েছেন৷ তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণে বিলম্বের জন্য দোষিদের চিহ্ণিত করে শাস্তির দাবী জানিয়েছেন৷ অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে৷
2017-01-12