জামিন খারিজ, ফের জেলে মৃন্ময় সেন

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ শিশুকন্যার শ্লীলতাহানির দায়ে পুর নিগমের কাউন্সিলার মৃন্ময় সেনকে বুধবার ফের আদালতে তোলা হলে তাঁকে ২৫ জানুয়ারী পর্যন্ত পুনরায় জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়৷ মৃন্ময় সেনের পক্ষে আদালতে জামিনের আবেদন করা হয়৷ প্রতিপক্ষ জামিনের আবদনের বিরোধীতা করলে সওয়াল করে৷ মাননীয় বিচারক উভয় পক্ষের বক্তব্য শোনার পর কাউন্সিলার মৃন্ময় সেনের জামিনের আবেদন খারিজ করে দেন৷ তাঁকে পুনরায় ২৫ জানুয়ারী আদালতে তোলা হবে৷ উল্লেখ্য, ইন্দ্রনগরে এক শিশুকন্যার শ্লীলতাহানির দায়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল৷ যদিও আইনের ফাঁক গলে মৃন্ময় সেন জামিনে মুক্তি পেয়েছিলেন৷ পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন জামিনের বিরোধীতা করে তীব্র আন্দোলন শুরু করলে আদালত মৃন্ময় সেনকে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেয়৷ আদালতে হাজিরা দিতে গেলে তার জমিন খারিজ করে দেয়৷ এই মামলায় এখনো মৃন্ময় সেন জেল হাজতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *