নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ উত্তরপূর্বাঞ্চলে দ্বিতীয় অমৃত (এএমআরআইটি) ফার্মেসি বৃহস্পতিবার আগরতলায় রিজিওনাল ক্যান্সার সেন্টারে খুলতে চলেছে৷ এই ফার্মেসি থেকে বিপিএলরা বিনামূল্যে ওষুধ পাবেন৷ এপিএলরা এই ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করলে ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন৷ ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এইচএলএল লাইফকেয়ার লিমিটেড ওষুধের এই বিক্রয়কেন্দ্র খুলবে৷ জানা গেছে, এই ফার্মেসি থেকে ক্যান্সার এবং হৃদরোগ জনিত ও অন্যান্য রোগের বহুমূল্যের ওষুধ খুবই কম দামে মিলবে৷ হৃদরোগে চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন কিট এই ফার্মেসি থেকে সুলভমূল্যে পাওয়া যাবে বলে জানা গেছে৷
ভারত সরকারের উদ্যোগে গোটা দেশেই অমৃত ফার্মেসি খোলা হচ্ছে৷ উত্তরপূর্বাঞ্চলে প্রথম গুয়াহাটিতে অমৃত ফার্মেসি খুলেছে৷ উত্তরপূর্বাঞ্চলের দ্বিতীয় রাজ্য হিসেবে ত্রিপুরায় আগামীকাল অমৃত ফার্মেসি খুলবে৷ স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এই ফার্মেসির উদ্বোধন করবেন৷
2017-01-12