নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ চিটফান্ডের তদন্তের নামে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের

গ্রেপ্তারেরপ্রতিবাদ জানিয়ে দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার রাজ্যেও আন্দোলনে সামিল হয় তৃণমূল কংগ্রেস৷ আরএমসে চৌমুহনীতে হয় গণবস্থান৷ গণবস্থানে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ তারা বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেন৷ গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জী বলেন, পশ্চিমবঙ্গে চিটফান্ড ইস্যুতে সিবিআই তদন্ত হলেও ত্রিপুরায় কেন করা হচ্ছে না৷ ত্রিপুরা চিটফান্ডের আঁতুড় ঘর বলে তিনি মন্তব্য করেন৷ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী চিটফান্ডের পৃষ্টপোষক৷ অথচ তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ উল্টো সিবিআই পশ্চিমবঙ্গের দলীয় নেতৃত্বদের রাজনৈতিক প্রতিহিংসার নিশানা বানিয়েছে৷ তিনি মোদী সরকারের সমালোচনা করেন বলেন, নোট বদল ইস্যুতে প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ তিনি অভিযোগে করেন, বামফ্রন্ট ও বিজেপির মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে, তাই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছেনা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার তো চিটফান্ডের পার্ক উদ্বোধন করেছিলেন৷ বেশ কয়েকটি চিটফান্ডের কারখানা উদ্বোধন করেছিলেন এবং এবং চিটফান্ড কোম্পানীগুলির পক্ষে বক্তব্য রেখেছিলেন৷ বঙ্গের ক্ষেত্রে সিবিআই একরকম, ত্রিপুরার ক্ষেত্রে অন্যরকম কেন৷ গণবস্থানে প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷