নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের টুইটের জের, ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি পাপোশ বিক্রি বন্ধ করে দিল ই-কমার্স সংস্থা অ্যামাজন| তীব্র প্রতিবাদের মুখে পড়ে জাতীয় পতাকার আদলে তৈরি পাপোশটি ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে অ্যামাজন| যদিও, এ ব্যাপারে অ্যামাজনের পক্ষ থেকে এখনও ক্ষমা প্রার্থনা করা হয়নি| সম্প্রতি ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি পাপোশ বিক্রি শুরু করে ই-কমার্স সংস্থা অ্যামাজন| সেই থেকে বিতর্কেব সূত্রপাত| কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে লেখেন, অ্যামাজনের উচিত অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়া ও ওই পাপোশ ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া| অ্যামাজন যদি কথা না শোনে, তাহলে সংস্থার কোনও কর্তাকে ভারতের ভিসা দেওয়া হবে না|
2017-01-12