রাইপুর, ১২ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলায় প্রেসার বোমা বিস্ফোরণে জখম হলেন এক জন সিআরপিএফ জওয়ান ও একটি স্নিফার ডগ| বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বিজাপুর থানার অন্তর্গত মহাদেব ঘাট এলাকায় চিন্না কোডেপাল গ্রামের কাছে| জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযানে নামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৮৫ ব্যাটালিয়ান| চিন্না কোডেপাল গ্রামের কাছে সিআরপিএফ বাহিনী-র রোড ওপেনিং পার্টি (আরওপি) তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই প্রেসার বোমা বিস্ফোরণ হয়| বিস্ফোরণে আহত হয়েছেন সিআরপিএফ জওয়ান (ডগ মাস্টার) সুরেন্দ্র কুমার ও একটি স্নিফার ডগ| দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
2017-01-12