উদয়পুর পর্যন্ত যাত্রীরেল পরিষেবার সূচনা ২০শে

bg-lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আগামী ২০ জানুয়ারি উদয়পুর থেকে ব্রডগেজে রেল যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে৷ এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ বুধবার পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার এজিএম রাজ্যে আসছেন৷ রাজ্যে এসে তিনি উদয়পুর থেকে রেল শুরু করার বিষয়ে খঁুটিনাটি সমস্ত দিক খতিয়ে দেখবেন৷ সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি দার্জিলিং থেকে ভিডিও কনফারেন্সিংয়ে উদয়পুর-ধর্মনগর ট্রেনের সূচনা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনৈক আধিকারিক জানিয়েছেন, আপাতত উদয়পুর থেকে ধর্মনগর পর্যন্ত রেল চালানো হবে৷ সেক্ষেত্রে এখন আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত সকালে যে ট্রেনটি চলছে সেটি সম্প্রসারিত করা হবে৷ জানা গেছে,  দৈনিক এক জোড়া ট্রেন চলবে৷ প্রতিদিন ভোর ৫টায় উদয়পুর থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি৷ এদিকে, কোচের সমস্যার কারণে আপাতত একটিমাত্র ট্রেন উদয়পুর থেকে চালানো হবে৷ তবে, দাবি উঠেছে প্রতিদিন উদয়পুর থেকে সরাসরি গুয়াহাটি পর্যন্ত একটি ট্রেন যেন চালানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *