নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের পরিবেশ নির্মল ও সুস্থ রাখার

আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এখানকার পরিবেশ নানা ভাবে বিনষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সিটি সেন্টারে প্রচুর মানুষ কেনাকাটার জন্য আসেন৷ সততাই তরুণ তরুণীদের ভীড়ও এখানে পরিলক্ষিত হয়৷ প্রতিদিনই প্রচুর জনসমাগম হয় সিটি সেন্টার চত্বরে৷ এখানকার পরিবেশ নির্মূল ও সুস্থ রাখতে হবে৷ এমন কিছু বিষয় দৃষ্টিগোচর হচ্ছে যা কাম্য নয়৷ পরিবেশ কোন ভাবেই বিনষ্ট করা যাবে না৷ মাঝে মধ্যে সিটি সেন্টারে উৎশৃঙ্খল ঘটনা নজরে আসছে৷ এদিকে, সিটি সেন্টারের ব্যবসায়ীদের সদা সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাছাড়া তিনি বলেন, যুব সমাজ যাতে বিপথে পরিচালিত না হয় সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে পুলিশকে৷ এটি একটি গুরুত্বপূর্ণ স্থান৷ শুধু স্থানই নয় সিটি সেন্টার আগরতলার গর্ব৷ যুব সমাজকে রক্ষার দায়িত্ব সবার৷ আর পাশ্চাত্য সংসৃকতি তথা আসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দেয়া যাবে না৷ যে কোন মূল্যে পাশ্চাত্য সংসৃকতিকে দূরে সরাতেই হবে যুব সমাজের কাছ থেকে৷ তিনি আরও বলেন, যুব সমাজকে ধবংস করার আরও একটি মাধ্যম হচ্ছে নেশা৷ এই নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে সকল অংশের জনগণকে ভূমিকা নিতে হবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী প্রমুখ৷