দলীয় কর্মীদের আদর্শবান হতে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ দলীয় নেতা কর্মীদের ক্রমাগত আদর্শচ্যুতি সিপিএমকে গভীর চিন্তায় ফেলেছে৷

মঙ্গলবার আগরতলায় প্রয়াত ডাঃ নীলমনি দেববর্মার স্মরণসভায় তাঁর প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷
মঙ্গলবার আগরতলায় প্রয়াত ডাঃ নীলমনি দেববর্মার স্মরণসভায় তাঁর প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

তাই দলীয়দের এখন আদর্শবান হয়ে উঠতে প্রতিনিয়ত পাঠ দেওয়া হচ্ছে৷ মঙ্গলবার জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রয়াত ডাঃ নীলমণি দেববর্মার স্মরণ সভায় তাঁর কর্মধারা থেকে শিক্ষা গ্রহণ করতে দলীয়দের উদ্দেশ্যে পাঠ দেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর বক্তব্য, এই স্মরণ সভায় চোখের জলে বুক ভাসাতে আমরা কেউ আসিনি৷ প্রয়াত ডাঃ নীলমণি দেববর্মার চরিত্র থেকে যে সদ গুনগুলি রয়েছে সেগুলি তিনি দৃষ্টা হিসাবে রেখে গিয়েছেন৷ তার থেকে শিক্ষা নিয়ে লক্ষ্যে পৌঁছতে পারলেই তাঁর স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে৷ এদিন মুখ্যমন্ত্রী বিশেষ করে নবীন প্রজন্মদের প্রয়াত ডাঃ দেববর্মার জীবন, চরিত্র ও কর্মধারা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন৷
বর্তমান সময়ে সিপিএমে শুদ্ধিকরণ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা বিশেষ ভাবে দেখা দিয়েছে৷ দলীয় শীর্ষ নেতৃত্বরাও এনিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন৷ যার কারণে প্রতিনিয়তই আদর্শচ্যুত দলীয় নেতা-কর্মীদের আদর্শবান করে তোলার চেষ্টা চলছে৷ রাজ্যে বিভেদকামী শক্তি ক্রমাগত মাথাচাড়া দিয়ে উঠছে, সেবিষয়ে এদিন স্মরণ সভায় প্রত্যেক বক্তাই চিন্তা ব্যক্ত করেছেন৷ উদ্ভুত এই পরিস্থিতিতে দলের অবস্থান ও শক্তি আরও মজবুত করার ক্ষেত্রে আদর্শচ্যুতদের আদর্শবান করে তোলাই এখন দলের কাছে মূল লক্ষ্য৷ তাই এদিন স্মরণ সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত ডাঃ নীলমণি দেববর্মার জীবনী তুলে ধরে নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ডাঃ নীলমণি দেববর্মা নিজের যোগ্যতা, দক্ষতা, সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, আদর্শের প্রতি তাঁর যে আস্থা-বিশ্বাস-অনুরাগ সেদিকে অবিচল মনোভাব কর্মকান্ডের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে৷ তিনি ছিলেন সৎ, স্বচ্ছ, আত্মস্বার্থ সর্বস্ব বিমূখ৷ ছিলেন প্রলোভন ও বিদ্বেষমুক্ত৷ এরই সুবাদে তিনি দলের সর্বোচ্চ দায়িত্বে বৃত হয়েছেন৷ শুধু তাই নয় যতদিন জীবিত ছিলেন এবং শারীরিক দিকে দিয়ে সক্ষমতা ছিল ততদিন তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন৷ কারো প্রতি দ্বেষ কিংবা হিংসা তাঁর চিন্তা, চেতনা, আচরণে কখনওই ছিল না৷ শুধু তাই নয়, সকল অংশের মানুষের প্রতি তিনি সমানভাবে সচেতন ছিলেন৷ জাতি-ধর্ম কিংবা দলের ভিত্তিতে কারোর সম্পর্কেই সংকীর্ণ মনোভাব পোষণ করেননি৷ এমন কি বিরোধী রাজনৈতিক দলের সদস্যদেরও তিনি সমচোখে দেখতেন৷ প্রয়াত নীলমণি দেববর্মা সম্পর্কে এইসমস্ত দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন দলীয়দেরই আদর্শবান হওয়ার জন্য সতর্ক করেছেন৷ তাঁর সাফ কথা, স্মরণ সভায় আমরা কেউই চোখের জলে বুক ভাসাতে আসিনি৷ প্রয়াত ডাঃ দেববর্মার চরিত্র থেকে সৎ গুনগুলি অনুসরণ করার জন্য মুখ্যমন্ত্রী সকলকে পরামর্শ দিয়েছেন৷ প্রবীনদের প্রতি আর আস্থা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী৷ তাই নবীণ প্রজন্মকে বিশেষ ভাবে আবেদন জানিয়েছেন প্রয়াত ডাঃ দেববর্মার জীবন ও চরিত্র থেকে তাঁর কর্মধারার শিক্ষা গ্রহণ করতে হবে৷ মানুষকে মানুষ হিসেবে সম্মান ও শ্রদ্ধা জানানো শিখতে হবে৷ বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সকলের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে৷ সেই বিষয়ে নিজেদের তৈরী করা যায় তা নিয়ে ভাবতে হবে৷ শুধু তাই নয়, মানুষ যদি আমাদের উপর বিশ্বাস হারান, তবু আমাদের মানুষের উপর থেকে বিশ্বাস হারানো চলবে না৷ যদি কেউ আমাদের কাছে আসতে না চান, তাহলে তাদের কাছে আমাদের যেতে হবে৷ তবেই রাজ্যের একতা ও সৌভাতৃত্ববোধ বজায় রাখা সম্ভব হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *