প্রয়াত বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওয়ার্থ, বয়স হয়েছিল ১০৫ বছর

clare-hollingworthভিক্টোরিয়া সিটি (হংকং), ১১ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওয়ার্থ| হংকং-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে তঁার বয়স হয়েছিল ১০৫ বছর| দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সংবাদ সর্বাগ্রে দিয়ে বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিলেন হলিংওয়ার্থ| ১৯৩৯ সালে যুদ্ধ শুরু হওয়ার সময় পোল্যান্ড থেকে জার্মানিতে আসছিলেন ক্লেয়ার| জার্মান সেনাদের পোলিশ সীমান্ত গুঁড়িয়ে দেওযার বিষয়টি প্রথমে নজরে আসে তঁার| বিশ্ববাসীকে কঁাপিয়ে দেওয়া সেই সংবাদের শিরোনাম ছিল, `এক হাজার ট্রাঙ্ক গুঁড়িয়ে দিয়েছে পোলিশ সীমান্ত| দশম ডিভিশন পাল্টা হামলা চালাতে প্রস্তুত|’ যদিও প্রতিবেদনটি ক্লেয়ারের নামে প্রকাশিত হয়নি|
সাংবাদিকতা এবং সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৯৯ সালে ক্লেয়ারকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় `হোয়াট দ্য পেপারস সে’|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *