মোদী বাৱু আপনি উদ্ধত, আক্রমণাত্মক টুইট মমতার

mamata bannerjeeকলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর বাক্যবাণ অব্যাহত| টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মঙ্গলবার ৯.৩৫ মিনিট নাগাদ আক্রমণাত্মক টুইট করে তৃণমূল নেত্রী লেখেন, ‘মোদী বাৱু, আপনি উদ্ধত| নোট বাতিলের পর ১২০ জনেরও বেশি মানুষের মৃতু্যর জন্য আপনিই দায়ী|’
গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পর থেকেই প্রতিদিন নিয়ম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়| ইতিমধ্যে দু’মাস অতিক্রান্ত এখনও নোট বাতিলের জেরে দুর্ভোগ কাটিয়ে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার| থামেনি মুখ্যমন্ত্রী আক্রমণও| প্রতিদিনই নতুন করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *