নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সাক্ষী মহারাজকে শো-কজ করল কমিশন

sakshi-maharajনয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করল নির্বাচন কমিশন | দিন কয়েক আগে এক সন্ত সম্মেলনে জনসংখ্যা বৃদ্ধির জন্য নাম না করে সরাসরি মুসলিমদের কটাক্ষ করায় গতকাল রাতে তাকে শো-কজ করে কমিশন| জবাব দেওয়ার জন্য ৱুধবার সকাল পর‌্যন্ত তাঁকে সময় দিয়েছে কমিশন| এরমধ্যে বিজেপি সাংসদকে তাঁর এধরনের বক্তব্যের স্বপক্ষে জবাব দিতে হবে|
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের আসন্ন নির্বাচনের দিন ঘোষণা হয়েছে | আগামী ১১ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন| যে পাঁচ রাজ্যে সামনে নির্বাচন রয়েছে, সেখানে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে ভোট চাওয়া যাবে না| এরপর গত সপ্তাহে মেরঠের এক সম্মেলনে সাক্ষমহারাজের মন্তব্যে জাতপাতের বিষয়টিই প্রকট হয়েছে | যার জেরে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে| তাই কমিশন সাংসদের কাছে জানতে চেয়েছে, এধরনের মন্তব্যের পরও কেন তাঁর বিরুদ্ধে কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *