চরাইদেও (অসম), ১০ জানুয়ারি, (হি.স.) : চরাইদেওয়ের মথুরাপুর চা বাগানের ৩ নম্বর লাইনে বাঘের হানা। গতকাল সোমবার রাতে ওই লাইনে এক বাঘের আনাগোনায় আতংকিত হয়ে পড়েছিলেন বাসিন্দারা। আজ মঙ্গলবার ভোরে প্রকৃতির ডাকে ঘরের বাইরে দুই মহিলা। তখনই আচমকা ঝোপ থেকে বেরিয়ে তাদের ওপর হামলা করে বাঘটি। এতে তাঁরা দুজনেই জখম হয়েছেন। তাদের চরাইদেও হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে বলে জানা গেছে।
2017-01-10