ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব অংশে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৭.৩

earth-quakeম্যানিলা, ১০ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব অংশ| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৩| সমুদ্রতলদেশীয় ভূমিকম্পে এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ৭.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব অংশে জোলো আইল্যান্ডে| ভূপৃষ্ঠের ৬১৭ কিলোমিটার (৩৮০ মাইল) গভীরে ছিল ভূমিকম্পের উত্সস্থল|
উল্লেখ্য, কিছুদিন আগেই ৪.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ঠিক এই এলাকাতেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *