দুর্নীতির প্রতিবাদে এডিসি ভিলেজ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও ধর্ণা আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷ রাজ্যে একের পর এক দূর্নীতি প্রকাশ্যে আসছে৷ ভিলেজ স্তর থেকে শুরু করে

সোমবারা নোনাছড়া এডিসি ভিলেজ অফিসের সামনে ধর্ণা দিয়েছেন আইপিএফটির নেতা কর্মীরা৷ ছবি নিজস্ব৷
সোমবারা নোনাছড়া এডিসি ভিলেজ অফিসের সামনে ধর্ণা দিয়েছেন আইপিএফটির নেতা কর্মীরা৷ ছবি নিজস্ব৷

মহাকরণ পর্যন্ত দূর্নীতির গন্ধ৷ তেলিয়ামুড়া মহকুমা আইপিএফটির নয় দফা অভিযোগের ভিত্তিতে ফের কলঙ্কিত রাজ্য প্রশাসন৷ সোমবার দুপুর সাড়ে বারোট নাগাদ তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ সহ গণধর্নায় বসেন আইপিএফটি দল৷ এদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন আইপিএফটি রাজ্য সম্পাদক মেবার দেববর্মা, সহ সম্পাদক তথা প্রাক্তন এম এল এ রাজেশ্বর দেববর্মা সহ বুদ্ধ দেববর্মা৷ সকাল এগারটা নাগাদ মহকুমা সম্পাদক তথা সুনীল দেববর্মার নেতৃত্বে এক মিছিল সংগঠিত হয় কাকড়াছড়া এলাকার বিভিন্ন পাহাড়ি পথ৷ পরে মিছিলটি নোনাছড়া কার্যালয়ের সামনে এসে গণধর্না কর্মসূচীতে বসেন৷ পরে সাড়ে বারোটা নাগাদ মহিলা সহ কয়েকজন বঞ্চিত পুরুষেরা পঞ্চায়েত সচিব গঙ্গাচরণ দেববর্মাকে কার্যালয়ের রেখে তালা ঝুলিয়ে দেন৷ এ খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক জয়ন্ত দে, মহকুমা পুলিশ আধিকারিক লাকি চৌহান, মুঙ্গিয়াকামী ব্লকের অফিসার টিটন দেববর্মা ঘটনাস্থলে পৌঁছান৷ প্রথম দিকে আইপিএফটির কর্মকর্তারা তালা খোলার জন্যে নারাজ থাকলে পরে অবশ্য রাজ্য নেতৃত্বদের সাহায্যে তালা খোলেন৷ পরে রাজ্য নেতৃত্ব সহ আইপিএফটি দলীয় নির্বাচিত সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় ৯দফা অভিযোগের ভিত্তিতে৷ আইপিএফটি নেতৃত্বদের মধ্যে থেকে ওঠে আসে বিগত বছরে ১৮ জন রেগা শ্রমিকের টাকা মুঙ্গিয়াকামী গ্রামীণ ব্যাঙ্কের থেকে কে বা কারা তুলে নিয়েছে৷ আইপিএফটি দলের অভিযোগ পঞ্চায়েতের বিগত চেয়ারম্যান রাজকুমার দেববর্মার জ্ঞাতসরে এই টাকা তোলে নেওয়া হয়েছে৷ মহকুমা শাসকের কাছে আরো তোলে ধরেন বিগত বছর ১৪৭ জনের নামে সুলভ শৌচাগার প্রদান করে থাকলেও কাউকে ২০০০, কাউকে ৩০০০ টাকা করে প্রদান করা হয়েছে নোনাছড়া ভিলেজ এলাকায়৷ সবচেয়ে বড় ব্যাপারটি তারা তোলে ধরেন সরকারি কোন কাজের পরিত্যক্ত সামগ্রী সরকারি স্টোরে জমা দেওয়ার কথা থাকলেও পঞ্চায়েত সচিব গঙ্গাচরণ দেববর্মা নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন বলে অভিযোগের সত্যতা এসডিএম খোদ পেয়ে যান৷ সচিব স্বীকার করেন সেটা তার ভুল ছিল৷
এদিকে বিগত সালে ৩১০ জন নোনাছড়ার বিভিন্ন এলাকার গিরিবাসীরা সোলার পাওয়ার জন্য ২০০০ টাকা করে দেওয়া হলেও ৭৩ জন গিরিবাসীরা আজ পর্যন্ত সোলার লাইট পায়নি৷ যদিও ট্রেডার তথ্য অনুযায়ী আইপিএফটির এই অভিযোগ তোলেন৷ এদিনের আইপিএপটির কর্মসূচী সহ গণধর্না ডেপুটেশানের পক্ষে বলতে গিয়ে রাজ্য সম্পাদক মেবার দেববর্মা ও রাজেশ্বর দেববর্মা বলেন, আগামী দিনে যদি ওই পঞ্চায়েত সচিব সহ সাহায্যকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *