নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : ভাইব্র্যান্ট গুজরােত মঙ্গলবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| যার জন্য এদিন কাকভোরে আশেপাশের মানুষ জেগে ওঠার আগেই মায়ের সঙ্গে দেখা করেন তিনি| মায়ের সঙ্গে সারলেন প্রাতরাশও| টুইটারে সেকথা জানান মোদী|
ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিটে যোগ দিতে গতকাল গুজরাতে এসেছেন| তার ফাঁকে আজ সকালে মায়ের সঙ্গে দেখা করার জন্য যোগা করেননি নরেন্দ্র মোদী| কিন্তু গান্ধীনগরের বাসিন্দা ৯৫ বছরের বৃদ্ধা মা হীরাবেনের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে সকালের জলখাবার খাওয়ার খবর টুইট করতেই তাঁকে কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল|
তাঁর কথায়, আমি আমার মায়ের সঙ্গে থাকি| আর তাঁর কাছ থেকে প্রতিদিনই আর্শীবাদ নিই| কিন্তু, কোনওদিনই তা নিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করি না| পাশাপাশি মাকে ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়ে রাজনীতি করার চেষ্টাও করি না|
তবে সময় পেলেই মায়ের কাছে আসেন প্রধানমন্ত্রী| গত বছর ডিসেম্বর মাসেও দলীয় নেতা-কর্মীর সঙ্গে কথা বলতে বিজেপির রাজ্য দফতরে এসেছিলেন প্রধানমন্ত্রী| তখন ছোটো ভাই পঙ্কজ মোদীর কাছে থাকা মায়ের কাছে এসে ২০ মিনিট সময়ও কাটিয়ে যান| পাশাপাশি গত ১৭ সেপ্টেম্বর নিজের ৬৬ তম জন্মদিনের দিনও মায়ের সঙ্গে দেখা করেন|
2017-01-10