বিশেষ প্রতিনিধি, কল্যাণপুর, ৯ ডিসেম্বর৷৷ রাবার বাগানের দুঃসাহসিকভাবে রাতের আঁধারে কেটে দিল দুর্বৃত্তরা৷ মোট ১৯৬টি গাছ প্রায় ২ কানি জায়গার৷ মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা৷ সন্দেহভাজন হিসেবে মিঠন দেনবাথ নামে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার পশ্চিম দ্বারিকাপুর গাঁওসভার নানুর বাজার এলাকায় নীলমণি দেবনাথের রাবার বাগান৷ তিনি শিক্ষা দপ্তরের গ্রুপ ডি পদে কর্মরত৷ তিনবছর ধরে দুই কানি জায়গায় রাবার বাগান চাষ করেছিলেন৷ গাছ প্রায় বড়ও হয়ে গেছে৷ ৪লক্ষাধিক টাকা খরচ করেছেন এখন পর্যন্ত৷ রাতের অন্ধকারে ৫ জানুয়ারি কে বা কারা গাছের মধ্যখানে দা দিয়ে কুপিয়ে গাছটি কেটে দেয়৷ তবে ঐদনি তার বাগানের লাকড়ি নিয়ে মিঠন দেবনাথ নামে গ্রামেরই এক যুবকের সাথে ঝগড়া হয়৷ সন্দেহভাজন হিসেবে কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নীলমণি দেববর্মা৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে আজ তিনদিন অতিক্রান্ত হলেও পুলিশ আসল ঘটনার কিনারা খঁুজে পাচ্ছেন না৷ এদিকে, রাবার বাগানের ক্ষতির ফলে মর্মাহত পরিবার কান্নায় ভেঙ্গে পড়েছেন৷ রাবার বাগানের উপর ভবিষ্যৎ ছিল বলে নীলমণি দেবনাথ জানান আর কিছুদিন পরেই গাছ প্রতি ১০,০০০ টাকা পেতে পারতেন৷
2017-01-10

