দুধনৈ (অসম), ১০ জানুয়ারি, (হি.স.) : গোয়ালপাড়া জেলার দুধনৈ অঞ্চলের দামরা-বাক্ৰাপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশটি এলাকারই দুই নম্বর হাতিমুরার রোহন রাভা বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে তাঁর বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন রোহন। কিন্তু আজ মঙ্গলবার সকালে দামরা-বাক্রাপুর বিলে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ এসে রোহনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গৌয়ালপাড়া সিভিল হাসপাতালে পাঠিয়ছে বলে জানা গেছে।
2017-01-10