ডিব্রুগড় (অসম), ১০ জানুয়ারি, (হি.স.) : উজান অসমের সদর ডিব্ৰুগড় শহরে গতকাল সোমবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। স্থানীয় গ্ৰাহামবাজারে সংঘটিত ঘটনা দুটি বাড়ি পুরোপুরি ভস্ম হয়ে যাওয়ায় পথে বসেছেন দুই পরিবারের গৃহস্থরা।
দমকল বাহিনীর তৎপরতায় আগুনের লেলিহান শিখা লাগোয়া বাড়িগুলিতে ছড়াতে পারেনি। শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত বলে সন্দেহ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বহু লক্ষ টাকা।
2017-01-10