নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হল দক্ষিণ জেলার বিলোনিয়ার মন্ডল সভাপতি শিবকেশ মজুমদারকে৷ তার স্থলাভিষিক্ত করা হয়েছে রূপক মজুমদারকে৷ দলীয় সূত্রে জানা গেছে, বিলোনিয়া মন্ডল সভাপতি শিবকেশ মজুমদার বেশ কিছুদিন ধরেই দলবিরোধী কাজ করে আসছিলেন৷ এব্যাপারে দলের কাছে বেশ কিছু নির্দিষ্ট তথ্য আসে৷ এরই পরিপ্রেক্ষিতে দলীয় তরফে তদন্ত হয়৷ তাতে শিবকেশ মজুমদারের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়৷ এরই পরিপ্রেক্ষিতে শিবকেশ মজুমদারকে দল থেকে বহিষ্কার করা হয়৷
2017-01-10