ঘাড়ের ব্যথায় কাহিল হরিশ রাওয়াত, ভর্তি হাসপাতালে

Harish Rawat CMদেহরাদূন, ১০ জানুয়ারি (হি.স.): ঘাড়ে ব্যথা ও উচ্চ রক্তচাপ জনিত কারণে হাসপাতালে ভর্তি হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত| মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করেন ৬৯ বছরের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত| এরপরই তাঁকে ভর্তি করা হয় দুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে| মুখ্যমন্ত্রীর মিডিয়া-ইন-চার্জ সুরেন্দ্র কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকালে হঠাত্ই রক্তচাপ বেড়ে যায় মুখ্যমন্ত্রীর| এছাড়া ঘাড়ে ব্যথা অনুভব করেন তিনি| এরপরই মুখ্যমন্ত্রীকে দুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়|
সুরেন্দ্র কুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের শারীরিক অবস্থার দিকে নজর রাখছে চিকিত্সকদের একটি প্যানেল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *