হাইতিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘের্ষ মৃত ২০

accidentপোর্ট অউ প্রিন্স, ৯ জানুয়ারি (হি.স.) : হাইতিতে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃতু্য হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে| ঘটনাস্থল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি| হাইতি দ্বীপের উত্তরাঞ্চলের মন্টে ল্যাকরেটে এলাকা অতীতে এত বড় পথ দুর্ঘটনা ঘটেনি| প্রশাসনের পক্ষ থেকে জানাননো হয়েছে, ঝুঁকিপূর্ণ রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে বাসের যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে| স্থানীয় প্রশাসন উদ্ধারের  কাজ শুরু করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *